আলভী আহমেদের পোস্ট

মুগ্ধ পাঠক -২ : কনফুসিয়াস (হৃদয়ে ছুরি চালানো লেখক।)

২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১০



চুমুর মধ্যে ভেজা চুমুই ভাল। ঠোঁটের প্রান্তভাগ স্পর্শ করার সাথে সাথে নীচের ঠোঁটটা টুপ করে গিলে ফেলে জিভের সঙ্গে জিভ লাগিয়ে -----------

খাটি গদ্য আমার কাছে অনেকটা ভেজা চুমুর মত মনে হয়। গদ্যের মধ্যে ভেজা ভেজা হৃদয়ে ছূরি চালানো গদ্য আমার ভাল লাগে

আমি নিশ্চিতভাবে জানি, ব্লগের সাহিত্যিকরা অন্য কথা বলবেন। হয়তবা আমার ছেলেমানুষীতে হেসেও নেবেন দু'একবার। কিন্তু, আমার পছন্দ এরকম। এজন্যই কন্ঠস্বর গোষ্ঠীর লেখকদের হিসেব করা, কঠিন কঠিন শব্দের মাপা গদ্যের চেয়ে সুনীলের গদ্যই আমার বেশি পছন্দ।

ভাবছেন, এর সাথে আমাদের কনফু'র সম্পর্ক কী?

সম্পর্ক আছে।

`যে জীবন দোয়েলের ফড়িঙের', মানুষ হয়েও এমন জীবন চায় যে কনফু - তার ব্যাপারে এটুকু ভূমিকার দরকার আছে।

কনফু'র গদ্য আমার এতটাই জাদুকরী মনে হয়, ও কী লিখেছে কখনো পড়বার প্রয়োজন বোধ করি না। হয়তবা, ও লিখেছে নেহায়ত সাধারণ কোনো ঘটনা, সাউথ আফ্রিকায় যাপিত জীবনের কথা। অথবা হুমায়ুন আজাদের বইয়ের রিভিউ, বা পুরনো দিনের নাটকের গানের কথা।

আমি গদ্যের বুণন, সাবলীল প্রকাশ, রসে (আদিরস নয়) ভেজা শব্দে হারিয়ে যাই।

মুগ্ধ হয়ে পড়ি, কনফু যখন ভার্সিটি লাইফ নিয়ে স্মৃতিকাতরতায় ভোগে।

সাহানা'র গানের চেয়ে কনফুর লেখা রিভিউটাই কেন যেন বেশি ভাল লাগে।

'আজ তোমার মেঘে মেঘে রঙধনু' পড়তে যেয়ে বুকের মধ্যে দুর্বোধ্য এক অনুভূতি হয় - যে ধরণের অনুভূতির সাথে আগে পরিচয় নেই। সাদামাটা, সহজ গদ্যের কি বিপুল ঐশ্বর্য! বুকের ভেতরে অদ্ভুত এক ভাললাগা, সাথে দলাপাকানো একটা কষ্ট একসাথে খিচুড়ী পাকায়। কম্পিউটার স্ক্রীণের কালো কালো অক্ষরগুলো চোখের সদর থেকে মস্তিষ্কে যায় না, সরাসরি জায়গা করে নেয় মনের অন্দরে। হৃদয়ে ছুরি চালায়।

একবার কনফু'র করা কোন একটা পোস্টে আমি বিনীত অনুরোধ করেছিলাম - ও যেন প্রতিদিন অন্তত একপাতা হলেও লেখে। আবারও একই অনুরোধ করছি। আমি প্রতিদিন ও'র লেখা পড়তে চাই।

[পোস্টটাতে তুমি করে বলে গেলাম কনফু'কে। কেন যেন আপনি বলতে ইচ্ছা করল না। বোধহয়, ওর গদ্যের আপন করা জাদুই আমাকে এই সাহসটি দিয়েছে।]

[বানান ভুল থাকলে নিজ দায়িত্বে ক্ষমা করে দিয়েন। আমি ইউনিকোডে অভ্যস্ত নই।]


[wjsK=http://www.somewhereinblog.net/blog/konfusiasblog/28698242]


সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ১৯৯৯ রাত ১২:০০


  • ৩৬ টি মন্তব্য
  • ৭১৭ বার পঠিত,
Send to your friend Print


রেটিং দিতে লগ ইন করুন

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১২
comment by: আলভী বলেছেন: লিংক দেয়ার ট্রাই করছিলাম,আজ তোমার মেঘে মেঘে রঙধনু লেখাটার। লিংকটা দিতে পারলাম না।
২. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৩
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: মুগ্ধতার সীমার খুব কাছাকাছি পৌঁছে যাই ওর লেখা পড়ার পর ।

--
তয় পোলাটা কই জানি পালাইছে । অনেকদিন দেখি না । ব্যস্ত বোধহয়?
"পজজাপতি" এই কমেন্ট পড়লে একটা উত্তর দি্ও ।

৩. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৩
comment by: দ্রোহী বলেছেন: আলভী ভাই,

দারুন হয়েছে! কনফু ডরাইবো, অনুপ্রেরণাও পাইবো।
৪. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৫
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আলভী ভাই, লিংক এর জিনিষটা ঠিকই আছে, যে টেক্সটুকু লিংক করতে চান সেই টুকু [..]* [/..] * এর জায়গায় লিখুন ।
৫. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৫
comment by: দ্রোহী বলেছেন: !@@!436684 !@@!436685 !@@!436686 !@@!436687 !@@!436688

আমি লিংকটা দিলাম। কনফু আমার পছন্দের লেখকদের একজন।
৬. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৮
comment by: আলভী বলেছেন: থ্যাংকু @ অনুভূতিময় একজন এবং দ্রোহী
৭. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৫
comment by: দৃশা বলেছেন: আলভী ভাল লাগল আপনার মুগ্ধ হওয়ার ক্ষমতা দেখে...এবং কারো প্রসংশা করার সাবলীলতা দেখে--যা অনেক মহান মহান ব্যক্তিদের মধ্যেও খুঁজে পাওয়া যায় না।
৮. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:২৭
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: খুব সুন্দর লিখছেন বস ... কনফু ভাই আমারো খুব প্রিয় লেখক ... প্রজাপতিও ...

একটা মজার জিনিস দেখলাম ... ব্লগে যেসব জুটি আছেন তারা সবাই খুব ভাল লেখেন ... নাম্বার ওয়ান অবশ্যই কনফু - প্রজাপতি ... এরপর আসবে অরূপ - মাশীদ ... শাহানা - সামহোয়্যার আউট ... আর কোন জুটি কি আছে? ... ইয়েস, আরেকটা মনে পড়ল , যদিও তারা এখন রেগুলার না ... আনিকা - ইথার ...

ভাবতেছি বউরেও ব্লগে নিয়া আসমু ... লেখার মান যদি কিছু বাড়ে :-)
৯. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৩৫
comment by: রেজওয়ান বলেছেন: কনফুসিয়াসের লেখা তো অবশ্যই অসাধারন এবং আমার প্রিয়, আপনাকেও ধন্যবাদ আপনার ভাললাগা প্রকাশ করার জন্যে।

দেখি আমাদের সবার অনুরোধ কনফুসিয়াস ফেলতে পারে কিনা।
১০. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৫
comment by: হোসেইন বলেছেন: আরো কিছু জুটি আছে:
নজমুল আলবাব-(ভাবীর নাম ভুলে গেছি।কয়েকটা পোস্ট দিছে)

মাহবুব সুমন-স্বাতী জুটি:(ভাবী বেশ ভালো লেখে,কয়েকটা পোস্ট তো দেখলাম)

জেবতিক আরিফ -অর্না জেবতিক জুটি:(ভাবী রেগুলার না।কিন্তু শুনেছি আগে থেকে লেখালেখি করে।নজমুল ভাইয়ের বন্ধু।

জামাল ভাস্কর-মৌসুম জুটি:(দুজনেই ভালো লেখক।)
১১. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৭
comment by: আলভী বলেছেন: হোসেইন ভাই> আপনার চেহারার এক কনা পাইলেও একটা জুটি বাইন্ধা ফেলতাম।
১২. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৯
comment by: আলভী বলেছেন: দৃশা,কিংকর্তব্যবিমূঢ়, রেজওয়ান > অনেক ধন্যবাদ। আপনাদের উত্সাহে সিরিজটি দীর্ঘায়িত করার ইচ্ছা রইল।
১৩. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫১
comment by: হোসেইন বলেছেন: আপনার ব্লগে এসে কমেন্ট করার একটা গোপন কারন আছে।@আলভী।

আপনি যে দিন ফিল্ম বানাইবেন,মানে কমার্শিয়াল ফিলিম আর কি,আমারে হিরু কইরা দিয়েন।দেখেন কেমন মার মার কাট কাট কইরা দেই।
১৪. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫৪
comment by: আলভী বলেছেন: দুষ্টু গান কয়টা রাখতে হবে? @ হোসেইন
১৫. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫৫
comment by: নজমুল আলবাব বলেছেন: আমি কইলাম হোসেইনের লগে লাইনে আছি! ওর মত সুন্দর্য না হইলেও চলনসই আছি!!!

কনফু মিয়ার ভক্ত তালিকায় আমিও আছি।

হোসেইন আমার বউর নামটা খুব সহজ কিন্তু!
১৬. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:০৭
comment by: হোসেইন বলেছেন: আলভী ভাই:
দুষ্টু গান রাখা লাগব না।একবার নায়ক হইলে বাইরেই বহুত কাজ সাইরা ফালামু,আপনেরে কষ্ট কইরা আর শুটিং করা লাগব না।
----------------
অফ দ্য টপিক একটা কথা কই।আপনি এই সিরিজের প্রথম পোস্ট দিছেন জেবতিক দা কে নিয়া। তার একটা জোকসের বই আছে,পইড়া দেইখেন। হাসতে হাসতে আপনার কাম সারা হইব।আপনার পৃয় লেখক,তাই আপনাকে ইনফর মেশন দিলাম।(কসম,প্রকাশকের টাকা খাই নাই)


নজমুল ভাই:
অন্যের বউয়ের নাম মুখে আনে কোন গাড়লে।শুনেছি,সিলেটে আপনাদের (হা.মো,জেবতিক আর আপনাদের দলের) বিরাট পাওয়ার।
১৭. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:২৮
comment by: নজমুল আলবাব বলেছেন: হোসেইনকি তৃতীয় নয়ন সমৃদ্ধ হয়ে যাচ্ছে ইদানিং! না ভোদাই! কোন পাওয়ার কার জন্য কিছুই দেখি সে বুঝেনা!!!
১৮. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:২১
comment by: আলভী বলেছেন: নজমুল আলবাব ভাই> থ্যাংকস।
হোসেইন> শাহবাগ পাওয়া যায় বইটা?
১৯. ২০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৬
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কনফুসিয়াস আমারও প্রিয় একজন ব্লগার। তাকে নিয়ে চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ!
কনফু গেলো কই???
২০. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৪৯
comment by: আলভী বলেছেন: আর্মি ধরছে।
২১. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:০১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধইরা বলছে দৌড় দে ...
২২. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:০৬
comment by: আরিফ জেবতিক বলেছেন: আলভী,বইটি আমি পাঠিয়ে দিতে পারি।তবে হোসেইন এর কথা শুনে উতসাহিত হইয়েন না,বেটা একটা চাপাবাজ।আমাকে মেইল করে ঠিকানা দিয়েন।
(প্রকাশক জাগৃতি।আজিজের দোতালায় পাওয়া যাওয়ার কথা।)
২৩. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:১০
comment by: আলভী বলেছেন: আমি বইটি নিজের পয়সায় কিনতে চাই আরিফ ভাই।
it will be my pleasure

আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। আমি কালেক্ট করে নেব।
২৪. ২১ শে এপ্রিল, ২০০৭ ভোর ৫:০৬
comment by: কনফুসিয়াস বলেছেন: এই পোষ্ট পড়ে আমার মাথায় দুটি সম্ভাবনার কথা ঝিলিক মেরে উঠলো।
সম্ভাবনা ১।। ব্লগে নিশ্চয়ই আরেকটা কনফুসিয়াসের উদয় হয়েছে, এবং এই পোষ্ট তাকে নিয়েই লেখা। কারণ আমার সম্পর্কে একসাথে এত এত ভাল ভাল কথা জীবনেও শুনি নি!
সম্ভাবনা ২।। আলভী আসলে কনফুসিয়াসেরই আরেকটা নিক। :-))

জনতার কাছে দাবী জোরদার তদন্ত চালানো হোক! :-)))

( আলভী, এমনিতে আমি লাজুক প্রকৃতির নই, তবে খানিকটা মুখচোরা আছি। এই পোষ্টের খবর পেয়ে ব্লগে এসে ঘুরঘুর করলাম বেশ কয়েকবার, ভীষন আনন্দ হলো পড়ে, শুধু ধন্যবাদে সেটা শোধ হবার নয়, তবুও আপনাকে ধন্যবাদ।
আরো অনেক কিছু লিখতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না। আসলে এরকম সোজাসাপ্টা প্রশংসা শুনে আমার লেখাতেও খানিকটা তোতলামি চলে এসেছে, সেটা কাটানোর জন্যে আপাতত পালাই। :-))
আপনি ভাল থাকুন। শুভ কামনা। )
২৫. ২১ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:১০
comment by: আলভী বলেছেন: আরে কনফু কখন আইলো?

আইল তো আইলোই, বরাবরের মত সাবলীল গদ্য নিয়া আইল।
২৬. ২২ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:০০
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কনফু রে ধইরা মাইরা দেয়া লাগবে ।
পাঠকদের কথা ভাবে না !
২৭. ২২ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
comment by: কনফুসিয়াস বলেছেন: অপবাদ দাও আমায়, শুধু এ কারনে ....
২৮. ২২ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
comment by: হোসেইন বলেছেন: আমার ধারনা আলভী আসলে আরিফ জেবতিক আর কনফুর কাছ থেকে টাকা খাইছে।

নাইলে অন্যরা যেখানে একটা কমেন্ট করার ভদ্রতা দেখায় না,আলভী সেখানে পুরা পোস্ট মারল এদেরকে নিয়া,এটা সন্দেহজনক।

আপনার উদ্যোগ অব্যাহত থাকুক।@আলভী
২৯. ২২ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:১৪
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হোসেইন, তুমি অফ যাও তো ..
এইটা সিরিয়াস পোস্ট ।
তোমারে পরে ৫ দিমু ।
৩০. ২২ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:২৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: আলভী,চলতে থাকুক পরের পর্বগুলো।
৩১. ২২ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:২৬
comment by: আরিফ জেবতিক বলেছেন: অনুভূতি শূণ্য এটা কী করলেন।হায় হায়,হোসেইনের লগে টক্কর।তাইলে আরো কিছুক্ষন লগইন থাকি।আজ আবারো জমবে মনে হয়।পোস্ট কি আপনি আগে দিবেন না হোসেইন?
(জাস্ট কিডিং।নো সেন্টু প্লিজ)
৩২. ২২ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৪৮
comment by: দ্রোহী বলেছেন: আলভী ভাই......

আমারে নিয়ে পোষ্ট হবে না?
৩৩. ২২ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৫৭
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কী যে বলেন না, জেবতিক ।
লগঅফ করেন, যান - ভাবি মাইর দিবে ।

আমি সেন্টু খাইলে
হোসেইন ভাইটি .. আমাকে শেখাবে কি আর আইটি ?
৩৪. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:০৮
comment by: আলভী বলেছেন: দ্রোহী> সেটা ডিপেণ্ড করছে কত টাকা দিচ্ছেন, তার ওপর:)))

[নো ক্রেডিট কার্ড, নো চেক, আই ওয়ান্ট ক্যাশ:)))]
৩৫. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:১৫
comment by: সুমেরু বলেছেন: ধন্যবাদ।

কনফুসিয়াস ভালো থাকুক, আরো লিখুক।
৩৬. ০৫ ই মে, ২০০৭ রাত ১১:২৪
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমিও ভক্ত । সব্যসাচী টাইপের লেখক ... আর লেখায় কনফিডেন্সটা দেখা যায় পুরোমাত্রায় ... ঈর্ষনীয়

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-